![a0d9e01b-3d97-476e-acdb-247e8631ba7b](https://suprobhat.com/wp-content/uploads/2025/02/a0d9e01b-3d97-476e-acdb-247e8631ba7b-696x461.jpg)
নিজস্ব প্রতিবেদক
নগরীর রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ১৬তম ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৫’।
চার দিনব্যাপী এ আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ১১টায়। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও পুলিশ কমিশনার হাসিব আজিজ।
রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) চট্টগ্রাম রিজিওনাল অফিস এ ফেয়ারের আয়োজন করেছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর নাসিরাবাদ রিহ্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মোহাম্মদ জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, নূর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী ও এস এম আদিবুল হুদা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আবাসন মেলায় ৪২টি স্টল থাকবে। এর মধ্যে রিহ্যাব সদস্যদের মধ্যে ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সরসহ আরো ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে থাকবে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড ও উইকন প্রপার্টিজ লিমিটেড। এছাড়া কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলো হচ্ছে এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, সিটি হোম প্রপার্টিজ লিমিটেড, সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল), কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, জুমাইরাহ হোল্ডিং লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, র্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড, স্যাানমার প্রপার্টিজ লিমিটেড, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড ও শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড।
এন্ট্রি টিকেট, টিকেট কাউন্টার ও উদ্বোধনী অধিবেশনের স্পন্সর এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, মিডিয়া সেন্টার এবং প্রেস কনফারেন্সের স্পন্সর এমিটি এপার্টমেন্ট এবং ডেভেলপারস এরিয়েল প্রপার্টিজ লিমিটেড, র্যাফেল ড্র স্পন্সর পার্ল হোমস লিমিটেড, ইনফরমেশন বুথ ও এন্ট্রি গেট ম্পন্সর শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড। এছাড়া মেলা প্রাঙ্গণে এপিক হেলথ কেয়ারের একটি বুথ থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি টিকেট থাকবে। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে দর্শনার্থীরা চার বার মেলায় প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের জন্যে প্রতিদিন লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী দিন বেলা দুইটা থেকে মেলায় প্রবেশ করা যাবে। বাকি দিনগুলোতে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে।