শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া »
গত তিনদিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়ার গুমাইবিল সহ একাধিক বিল পানির নিচে রয়েছে।
চলতি মৌসুমে গুমাইবিলে পনের হাজার ৩২০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। প্রায় অর্ধেকের বেশি রোপণ করা ধান গাছ আকষ্মিক বন্যায় ডুবে আছে। রোপা আমন আরো চার-পাঁচ দিন পানির নিচে থাকলে চারা গাছ নষ্ট হওয়ার আশংকা করছে কৃষকরা।
জানা যায়, উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় গুমাইবিল সহ একাধিক বিলে ধান চারা রোপণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এবছর রাঙ্গুনিয়ায় ব্রি ধান ৪৯, ৫১, ৫২, ৭৫, ১০৩, সাদা পাইজামসহ বিভিন্ন উন্নত জাতের আমন আবাদ হয়েছে বলে কৃষকরা জানান।
গুমাইবিল চন্দ্রঘোনা ব্লকের কৃষক মোহাম্মদ নুরু বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গুমাইবিলের শতশত একর রোপা ধান গাছ এক ফুট থেকে তিন ফুট পানিতে নিমজ্জিত রয়েছে।
হোসনাবাদ ইউনিয়নের সার বিক্রেতা মোহাম্মদ ইকবাল ভান্ডারি বলেন, হোসনাবাদ গুমাইবিল কিছু অংশে পানি উঠেছে। আগামী দু’একদিনে বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে গেলে রোপা ধানের তেমন ক্ষতি হবে না। তবে বেশী দিন ধান গাছ পানিতে ডুবে থাকলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার বলেন, চলতি মৌসুমে টানা বৃষ্টিতে গুমাইবিল সহ কিছু বিল পানির নিচে রয়েছে। এক সপ্তাহের মধ্যে পানি নেমে গেলে আমন চাষে তেমন ক্ষতি হবে না।