বিস্ফোরিত কোল্ড স্টোরেজের ভবন পরিত্যক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক »

নগরীর বাকলিয়া থানার রাজাখালী হাজী জনতা কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইন থেকে বিস্ফোরণের পর এ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। একিই সাথে ভবনের উভয় পাশে ‘ঝুঁকিপূর্ণ ভবন, বসবাসের অনুপযোগী ও বিপদমুক্ত দূরত্ব বজায় রাখুন’ লেখা কয়েকটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিডিএর অথরাইজড অফিসার-১ মো. হাসান তথ্যটি নিশ্চিত করেন। তিনি এ ঘোষণা দেওয়ার পূর্বে একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানান।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ধারণা করছি ওই ভবনের নির্মাণ নিয়মমাফিক ছিল না। সেখানে তিনটি ভবন একত্রে নির্মাণ করা হয়েছিল। এখন যেহেতু ভবনটিতে দুর্ঘটনা ঘটেছে, তাই ভবনটির বর্তমান অবস্থা বিবেচনা করে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনের উভয় পাশে ‘ঝুঁকিপূর্ণ ভবন, বসবাসের অনুপযোগী ও বিপদমুক্ত দূরত্ব বজায় রাখুন’ লেখা কয়েকটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। ভবন ভাঙার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। আমরা ঈদের ছুটি শেষে তাদের চিঠি মারফত জানিয়ে দিবো।’

এ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখনও রাজাখালী এলাকার ভবন ভাঙা প্রসঙ্গে কোনো চিঠি পাইনি। তবে দুর্ঘটনাটি সম্পর্কে জানি। ভবন ভাঙার চিঠিতো আর ঈদের ছুটির আগে পাবো না। ঈদের ছুটি শেষেই চিঠি পাবো বলে আশা করছি। চিঠি পাওয়ার পর আমরা ভবনটি ভাঙার ব্যবস্থা গ্রহণ করবো।’