নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
মাত্র বিশ ঘণ্টার ব্যবধানে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটলো। উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. সমিন (৩০) নামের এক যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সমিন ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি-ব্লকের বাসিন্দা ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আরো দুই রোহিঙ্গা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আজিম উল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরাপর রোহিঙ্গারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ক্যাম্পের বাসিন্দারা সমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এপিবিএনকে খবর দেয়। তারা তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সমিনের সারা শরীরে লাঠি ও রডের আঘাতের চিহ্ন আছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সুরতহাল শেষে সমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
এদিকে, রোহিঙ্গা মাঝি আজিম উল্লাহ হত্যায় ১৫জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করা হয়।