ভয়েস অফ আমেরিকা »
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড: টেড্রস গেব্রিয়েসাস, বুধবার সাংবাদিকদের জানান, সংক্রমণের ক্ষেত্রে, বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ স্থানে, কারণ বিশ্বময় অসমান টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়েন্ট এতটা ছড়িয়ে পড়েছেI তিনি জানান, বহু দেশ, যেখানে টিকা দেয়ার হার বেশি, তারা আগামী মাসগুলিতে বুস্টার ডোজ কর্মসূচি গুটিতে ফেলার পরিকল্পনা নিয়েছেন, দূরত্ব বজায় রাখার সরকারি বাধানিষেধ বাদ দিয়েছেন এবং এমনিভাবে নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছেন যে, মহামারীর যেন অবসান হয়েছেI
হু ‘র মহাপরিচালক বলেন, তাঁর কথায়, দুঃখজনক অসমান টিকা কর্মসূচি এবং দ্রুত বর্ধনশীল ভেরিয়েন্টের কারণে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের বহু দেশে আজ সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা দ্রুত হারে বাড়ছে I
তিনি বলেন, বিশ্বজুড়ে ভ্যাকসিনের বিরুদ্ধে ভেরিয়েন্ট জয়ী হচ্ছে, যার কারণ ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে অসমতা, যা বিশ্বের অর্থনীতির জন্য এখন এক বিশেষ হুমকির কারণI