সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সবার আগে কাতারে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে এরই মধ্যে এক দুঃসংবাদ দেখা দিয়েছে আর্জেন্টিনা শিবিরে। হঠাৎ করেই গোড়ালির মাংশপেশির শিরায় (অ্যাকিলিস টেন্ডন) টান লেগে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গত রোববার পিএসজির হয়ে মাঠে নামেননি তিনি। বিশ্বকাপের আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময় মেসির ইনজুরিতে পড়ায় দেখা দিয়েছে শঙ্কা। এটিই এখন সবচেয়ে বেশি উদিত হচ্ছে। বিশ্বকাপে কি খেলতে পারবেন সময়ের সেরা এই ফুটবলার? এরই মধ্যে আবার ৩৫ বছর বয়সী মেসি জানিয়েও দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ। খবর ডেইলি বাংলাদেশ’র।
কাতারে সৌদি আরবের বিপক্ষে ২২ নভেম্বর যখন প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা, তখন সেটা হয়ে যাবে মেসির জন্য পঞ্চম বিশ্বকাপ আসর। কিন্তু ইনজুরি তাকে যেভাবে ঘিরে ধরলো তাতে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা বিশ্বসেরা এই তারকা ফুটবলার- তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
তবে পিএসজির ওয়েবসাইটে প্রকাশ হওয়া এক বিবৃতিতে আশার আলো দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা। সেখানে বলা হয়েছে, মেসির অ্যাকিলিস টেন্ডন হালকা স্ফীত দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই অনুশীলনে নামতে পারবেন তিনি।
বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টের আগে ফুটবলারদের এখন সবচেয়ে বড় ভয়- ইনজুরি। কোনো কারণে ইনজুরিতে পড়লে আর বিশ্বকাপই খেলা হবে না। এরই মধ্যে ফ্রান্স তাদের সেরা দুই ফুটবলারকে হারিয়েছে। এনগোলা কন্তে এবং পল পগবা ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান কৌতিনহো।
সুতরাং, মেসির এই ইনজুরি আর্জেন্টিনা সমর্থকদের মনে শঙ্কার বীজ বপন করেছে বৈকি! পিএসজির শুধু মেসিই নয় কেইলর নাভাস, প্রেসনেল কিম্বাপ্পে এবং ফ্যাবিয়ান রুইজও ইনজুরিতে পড়ে গত রোববারের ম্যাচ খেলতে পারেননি।
পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালতিয়ের আশা করছেন, ১৩ নভেম্বর বিশ্বকাপের আগে শেষ ম্যাচে অক্সিয়েরের বিপক্ষে মাঠে নামতে পারবেন মেসি।