সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফের বাইশ গজে খেলতে নামবে টাইগাররা। আবার চলতি বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। ফলে এবার নতুন ডিজাইনের জার্সি পরে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
জানা গেছে, নতুন জার্সির নকশার মধ্যে মুক্তিযোদ্ধাদের উল্লাস এবং স্মৃতিসৌধ ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশ ভিন্নতা আনা হয়েছে জার্সির রঙেও। সেখানে প্রাধান্য পেয়েছে জাতীয় পতাকার লাল এবং সবুজ রঙ।
রোববার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জার্সির বিষয়টি খোলাসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ্য যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।
তিনি আরো বলেন, জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। আমরা আশাবাদী এই জার্সি সকলের পছন্দ হবে।
বড় কোন টুর্নামেন্ট কিংবা বিশেষ দিবস উপলক্ষ্যে বিশেষ জার্সি পরেন ক্রিকেটাররা। এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের জন্য বিশেষ জার্সি তৈরি করা হয়েছিল। সেবার সুন্দরবনকে প্রাধান্য দিয়ে সবুজ এবং লালের মিশ্রণে বাংলাদেশের জার্সি তৈরি হয়েছিল।
এবারের জার্সির বিষয়ে আকরাম যোগ করেন, এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। এছাড়া তুলে ধরা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছে সেটা। এর সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা তুলে ধরেছি। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা