বিশাল পথ ভ্রমণের পরদিনই মাঠে নামতে হচ্ছে শান্তদের

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুই ২৮৮.৯ কিলোমিটারের দূরত্ব। বাসযোগে ৪ ঘণ্টা ৫ মিনিটের পথ। খেলার গের দিন এমন লম্বা ভ্রমণ অবশ্যই ক্লান্তিকর এবং রাতটুকু পার করে সেই ভ্রমণ ক্লান্তি নিয়েই শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। খালি চোখে এটা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে এ মুহূর্তে বাংলাদেশের কাছে এটা সিরিজ নিশ্চিতের ম্যাচ। আজ জিতলেই লেখা হবে নতুন ইতিহাস। সে ইতিহাস হবে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সিরিজ বিজয়ের। গত বুধবার নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে এখন ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার জিতলে ব্যবধান দাঁড়াবে ২-০‘তে। তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এরই মধ্যে দু-দুটি নতুন ইতিহাস লেখা হয়েছে। এতকাল নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলে জয় ছিল না। এবার নেপিয়ারে শেষ ওয়ানডেতে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে শান্তর দল। যেটা সাদা বলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় বাংলাদেশের। একই ভেন্যুতে গত বুধবার প্রথম টি-টোয়েন্টিতেও মিলেছে প্রথম জয়ের দেখা। এখন আজ শুক্রবার দ্বিতীয় কিংবা রোববার বছরের শেষদিন জিতলে হবে আরেক নতুন ইতিহাস। সে ইতিহাস টি-টোয়েন্টি সিরিজ বিজয়ের ইতিহাস। এখন প্রশ্ন হলো শান্ত, লিটন, সৌম্য, মোস্তাফিজরা কী সাফল্যের নতুন ইতিহাস রচনা করতে পারবেন? তাদের পারফরম্যান্সে কিউইরা ছাড়া এ মুহূর্তে বাঁধা লম্বা ভ্রমণ। এক সপ্তাহের বেশি সময় নেপিয়ারে কাটানোর পর আজই চার ঘণ্টার বেশি সময় বাস ভ্রমণের পর নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছেছে টিম বাংলাদেশ। কাজেই মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে হবে সেই ভ্রমণ ক্লান্তি নিয়ে এবং এখানে একদিন প্র্যাকটিস না করেই। খেলার আগেরদিন চার ঘণ্টার বেশি সময়ের ভ্রমণের পর টাইগাররা কি পুরোদমে মাঠে নামতে পারবে? নাকি ক্লান্তি-অবসাদ গ্রাস করবে? এমন প্রশ্ন কিন্তু উঠেছে। তবে আশার কথা প্রধান সহকারী কোচ নিক পোথাস জানিয়ে দিয়েছেন এ ভ্রমণ ক্লান্তি ও অবসাদ কোন বাঁধা হবে না। কারণ, ক্রিকেটাররা এমন লম্বা ভ্রমণে অভ্যস্ত। তারপরও পোথাস মনে করেন, বিশ্রামটাও খুব জরুরি। টাইগার প্রধান সহকারী কোচের কথা, ‘আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়। বিশ্রাম নেওয়াটা জরুরি। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।’ খবর জাগোনিউজ’র