বিমান দুর্ঘটনায় আহতদের সরকারি চিকিৎসার দাবি, ঐকমত্য কমিশনের প্রস্তাবে ৩০ দলের সই

সুপ্রভাত ডেস্ক »

উত্তরার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল (সোমবার) বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। এই ট্র্যাজেডিকে ঘিরে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শুরুর আগে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাবটি পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

এতে বলা হয়, সোমবার (২১ জুলাই) বাংলাদেশের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিশুসহ সবার আত্মার মাগফেরাত কামনা করছি। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া, আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা বিধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শোক প্রস্তাবটিতে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ তদন্ত এবং এই ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।

এই শোক প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ  আলোচনায় অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং কমিশনের সদস্যরা সই করেন।

আলোচনার সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, গত বছর এই সময় আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম। একবছর পরে আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকে মুহ্যমান হয়ে আছে পুরো জাতি। তিনি নিজ নিজ অবস্থান থেকে সর্বস্তরের মানুষকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো আহ্বান জানান এবং সরকারের প্রতি আহতদের সুচিকিৎসা নিশ্চয়তার এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এসময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ঐকমত্য কমিশনের গতকালের বিকালের অধিবেশনও মুলতবি করা হয়েছিল।