সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনার বারসহ স্বর্ণালঙ্কার এবং ১৮টি আইফোন উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সুলতান মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় বিমানের বিজি১৪৮ ফ্লাইটে আসা মিজানুর রহমান নামের এক যাত্রীর কাছ থেকে ওই সোনা আর ফোন জব্দ করা হয়। খবর বিডিনিউজের।
মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায়। গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দরে তার হাতব্যাগে তল্লাশি চালানো হয় বলে জানান সুলতান মাহমুদ।
তিনি বলেন, ওই ব্যাগে এক কেজি ওজনের ছয়টি সোনার বার, এক ডজন সোনার চুরি ও এক ডজন লকেট পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে ১৯টি আইফোন ও মোবাইলের বিপুল পরিমাণ যন্ত্রপাতিও উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।