সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশ দল এখন আরব আমিরাত সফরে। গতকাল শনিবারই শুরু হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজের আগে বেশ ধকল পোহাতে হলো রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। একসাথে দেশ ছাড়লেও আরব আমিরাতে গিয়ে দলে যোগ দেওয়ার আগে আড়াই দিন বিমানবন্দরে আটকা ছিলেন তারা। এই দুই ক্রিকেটার সম্প্রতি পিএসএল খেলতে গিয়েছিলেন। সেখান থেকে প্রাণের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন। প্রথমে পাকিস্তান থেকে বিশেষ বিমানে আরব আমিরাত, এরপর আরব আমিরাত থেকে দেশে ফেরেন। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারের ঘটনা তাদের ওপর মানসিকভাবে প্রভাব ফেলে কিনা, প্রশ্ন উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, বাংলাদেশ দল আরব আমিরাতে পৌছানোর পর আড়াই দিন বিমানবন্দরেই ছিলেন। এ সময় তাদের সাথে যোগাযোগও করা যাচ্ছিল না। দুই বোর্ডের চেষ্টা আর বাংলাদেশের উচ্চ পর্যায়ের পদক্ষেপে শেষপর্যন্ত আরব আমিরাতে ঢুকতে পারেন তারা। আড়াই দিন আটকে থাকার পর বিমানবন্দর ছেড়ে যান শুক্রবার মধ্যরাতে। ঠিক কী কারণে রিশাদ ও নাহিদকে আটকে রাখা হয়েছিল বিমানবন্দরে বা আরব আমিরাতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় পড়েছিলেন তারা। পাকিস্তান থেকে ফেরার সময় দুবাই হয়ে ফিরেছিলেন এই দুই ক্রিকেটার ও দুই বাংলাদেশি সাংবাদিক। তড়িঘড়ি করে সেই ফেরার পথে কোনো জটিলতা তৈরি হয়েছে বলে অনুমান করা হচ্ছে- জানিয়েছে বিসিবি সূত্র।



















































