চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের লক্ষে আজ ৩১ মে (রোববার) সকালে টাইগারপাসস্থ চসিক নগরভবনে মেয়র দপ্তরে কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে বৈঠক করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান শিক্ষা কমকর্তা সুমন বড়–য়া, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকোশলী অসীম বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে আয়বর্ধক প্রকল্প সমূহের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা, ইজারা সংক্রান্ত বিষয়গুলোর ইজারা সম্পাদন, বিগত অর্থবছরের অসম্পূর্ণ কাজের অগ্রগতি পর্যালোচনা, ২০১৯-২০২০ অর্থবছরে অবকাঠামোগত উন্নয়ন কাজের দরপত্রের বিস্তারিত বিবরণ, রাজস্ব আদায়, কর পুনঃমূল্যায়ন কর্মসূচি, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের কার্যক্রমের পর্যালোচনাসহ মন্ত্রণালয়ে প্রেরিত উন্নয়ন কার্যক্রমের বিষয়গুলো আলোচনা ও পর্যালোচনা করা হয়। বৈঠকে মেয়র বিভাগীয় ও শাখা প্রধানদের স্ব স্ব দায়িত্ব পালন করে নগরবাসীর কাক্সিক্ষত প্রত্যাশা পূরণের নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি
মহানগর