বিভাগীয় পর্বে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠত্ব

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রতিযোগিতায় দলগতভাবে চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারা প্রতিযোগিতার ব্যাডমিন্টন, দাবা ও কারাতে ইভেন্টে আধিপত্য বিস্তার করে শিরোপা জয় করেছে। এছাড়া ফুটবল (তরুণী) ইভেন্টে রানার্সআপ ও অন্য ইভেন্টেও পদক জয় করেছে। এর সুবাদে সর্বোচ্চ ১৮ স্বর্ণপদক জমা হয়েছে চট্টগ্রামের ঝুলিতে। আর ১৬ স্বর্ণপদক নিয়ে রানার্সআপ হয়েছে কুমিল্লা জেলা। গত ১৬ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে ব্যাডমিন্টন ইভেন্টের মধ্য দিয়ে এ আসর শেষ হয়। এতে চট্টগ্রামের সিফাতউল্লাহ গালিব একক, দ্বৈতে মিরাজকে নিয়ে ও মিশ্র দ্বৈতে আইনাল তাজরিয়ানকে নিয়ে শিরোপা জয় করে তরুন বিভাগে ট্রিপল ক্রাউন অর্জন করেন। এছাড়া আইনাল তাজরিয়ান একক ও দ্বৈতে ফারিহা জামাল প্রতিভাকে নিয়ে শিরোপা জিতে ডাবল ক্রাউন অর্জন করেন।
গত রোববার রাতে এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, লে. কর্নেল মো. শফিকুল ইসলাম, আলী আব্বাস, লে. কর্নেল মো. মনির উজ জামান ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহছান রোমেন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর।