বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্র্যাকটিস এসোসিয়েশন (বিপিএমপিএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে করোনাকালিন সমসাময়িক পরিস্থিতি ও কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সেমিনার ডা. শেখ মোহাম্মদ শফিউল আজম এর সভাপতিত্বে চিটাগাং সিনিয়রস্ ক্লাব লিমিটেড এর ইউসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বিপিএমপিএ এর সাধারণ সম্পাদক ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডা. কিউ.এম.ওহিদুল আলম, ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে ভয়ভীতি দূর করে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. প্রীতি বড়–য়া, ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), ডা. সরোয়ার আলম, ডা. বাবলি মল্লিক, ডা. দিদাুল আলম, ডা. তপন, ডা. মুজিদ, ডা. রেনুকা আলম, ডা. তৌফিক প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ আলী। পৃষ্ঠপোষকতা করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিজ্ঞপ্তি