বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রামের রাহাত্তারপুল

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় বিদ্যুৎ নেই ১১ ঘণ্টার বেশি সময় ধরে। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিদ্যুৎ না থাকায় পুরো এলাকায় দেখা দিয়েছে পানির সংকট।

এদিকে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সেটিও নিশ্চিত করছে না বিদ্যুৎ বিভাগ।

এবিষয়ে বাকলিয়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘গতকাল (বুধবার) ৩টি ট্রান্সফরমার নষ্ট হয়। দিনে দুটি ঠিক করা হয়েছে। রাহাত্তারপুল এলাকায় রাতে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। নতুন ট্রান্সফরমার এনে ঠিক করতে হবে। বিদ্যুৎ সরবরাহ করতে সময় লাগবে।’

বাকলিয়ার রাহাত্তারপুল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে নয়টা থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে নিত্য ব্যবহারের পানি সংকট দেখা দিয়েছে। দৈনন্দিন কাজেও বিপত্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

রাহাত্তারপুলের বড় কবরস্থান এলাকার  বাসিন্দা লাইলী বেগম বলেন, ‘রাত থেকে বিদ্যুৎ নেই। সেজন্য বাসার পানির মোটর চালাতে পারছি না, পানি তোলা যাচ্ছে না। সকাল থেকে ব্যবহারের পানি নিয়ে কষ্টে আছি। মানুষ পানির অভাবে জরুরি কাজ সারতে পারছে না।’