নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে বিদেশগামী ৮ জন যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন। গত ১৮ জুলাই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এরপর বিদেশগামী যাত্রীদের পরীক্ষা করানোর জন্য ১৬টি ল্যাব নির্দিষ্ট করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২০ জুলাই থেকে সিভিল সার্জন কার্যালয়ে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস টেস্ট করতে রেজিস্ট্রেশন শুরু হয়।
এ পর্যন্ত ৩৫১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জানা গেছে, করোনা ভাইরাস টেস্ট করতে বিদেশগামী যাত্রীদের সিভিল সার্জন কার্যালয়ে সাড়ে তিন হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।
সেখানকার ইপিআই ভবনের নিচতলায় দুটি বুথে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ করা নমুনা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হয়।