‘আনন্দের বাজার’ কর্মসূচির উদ্বোধন
পবিত্র মাহে রমজান ও লকডাউনকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য ওব্যাট এর অর্থায়নে আইএসডিসিএম ‘আনন্দের বাজার’ নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচির আওতায় উপকারভোগীদের নির্ধারিত ত্রিশটি খাদ্যপণ্য মূল্যসহ তালিকা তাদের দেওয়া হচ্ছে যাতে তারা পছন্দের জিনিস বাছাই করে নির্ধারিত দোকান থেকে বিনামূল্যে জিনিসগুলো গ্রহণ করতে পারেন।
গতকাল এ কর্মসূচির উদ্বোধন করেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসডিসিএম’র প্রজেক্ট ম্যানেজার সোহেল আকতার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বায়েজিদ নেওয়াজ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবছারুল হক, উদ্যোক্তা এম এ হোসেন বাদল, রেজাউল করিম ইরান, এম এ জলিল, ওমর ফারুক, এহসান, শাহনেওয়াজ, মো. মোস্তাক, ফারজানা ইসরাত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দুর্যোগকালীন সময়ে দুস্থদের পাশে শহরের শিল্পপতি, বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
আইএসডিসিএম’র এই কার্যক্রমে উপকারভোগীরা জানান, আইএসডিসিএম আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা নিজেদের ইচ্ছায় জিনিস নিতে পারছি।
উল্লেখ্য, নগরীর হালিশহর থানা, খুলশি থানা, আকবর শাহ থানা এবং বায়েজিদ থানার মোট ১৬০০ পরিবারকে আনন্দের বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি