সুপ্রভাত ডেস্ক :
প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধলেন ঢাকাই সিনেমার নায়ক ইমন ও নায়িকা বুবলী। তবে সিনেমায় নয়, দুজনকে একসঙ্গে দেখা যাবে পানির একটি বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি ঢাকায় দুদিন ধরে বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘মুক্তা পানি’র এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রবিন খান। আগামীকাল (২৮ জুন) থেকে দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে। শিগগিরই এটির প্রচার শুরু হবে। তার আগে আজ রোববার (২৭ জুন) সন্ধ্যায় উত্তরার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে এর আনুষ্ঠানিক প্রিমিয়ার হতে যাচ্ছে। প্রিমিয়ারে বিজ্ঞাপনটির দুই মডেল ইমন ও বুবলীর পাশাপাশি উপস্থিত থাকবেন এর জিঙ্গেলে কণ্ঠ দেওয়া সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এছাড়া আরও অনেকে উপস্থিত থাকবেন বলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা রবিন খান। তিনি বলেন, ‘মুক্তা পানি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাত করা হয়। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি অবস্থিত। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এখান থেকে যে লাভ হয় তার পুরোটাই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। ফলে পণ্যটির প্রতি ভালোবাসাও থাকে একটি বেশি। বিশাল আয়োজনে বিজ্ঞাপনচিত্রটি করা হয়েছে। পুরো এশিয়ার মধ্যে প্রশংসা কুড়াবে এই বিজ্ঞাপনচিত্র।’
ইমন বলেন, ‘পাসওয়ার্ড সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও সেখানে বুবলীর নায়ক ছিলেন শাকিব খান। এই প্রথম বুবলী আর আমি একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। চমৎকার একটি কাজ হয়েছে। অনেক আয়োজনে করা বিজ্ঞাপনচিত্রটি দর্শক পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।’
বুবলী বলেন, ‘ব্যতিক্রমধর্মী গল্প, জিঙ্গেল এবং চিত্রকল্পের চমৎকার মেলবন্ধনে এই বিজ্ঞাপনচিত্রটি দর্শকের প্রশংসা কুড়াবে। নির্মাতা রবিন ভাই অসাধারণ দক্ষতায় এটি নির্মাণ করেছেন।’