বিজয় মাসের ছড়া ও কবিতা

বিজয়ের গান

সারমিন চৌধুরী

লাখো প্রাণের বিনিময়ে
বিজয় এলো ঘরে,
মায়ের কান্না মুক্তা হয়ে
ঘাসের বুকে ঝরে।
লাল সবুজের ঐ পতাকা
ঊর্ধ্ব শিরে ওড়ে,
বীর শহীদের বলিদান
থাকে হৃদয় জুড়ে।

বিশ্বমাঝে বুক ফুলিয়ে
বলতে পারি কথা,
স্বর্ণাক্ষরে বাঁধানো হলো
এই বিজয়ের গাথা।

ডিসেম্বরের ষোল তারিখ
বিজয়ের গান গায়,
ফুল হাতে ভোরে উঠে
শহিদ মিনারে যায়।

 

আমার দেশ

শারমিন নাহার ঝর্ণা

আমার দেশের পথের ধুলো
মায়া মমতা ভরা,
আমার দেশের পাখির গান
হৃদয় পাগল করা।

আমার দেশে মাঠের ফসল
হৃদয় পাগল করে,
আমার দেশে সাঁঝেরবাতি
জ্বলে সবার ঘরে।

আমার দেশ যে রূপে গুণে
সবার থেকে সেরা,
আমার দেশে পাহাড় ঝর্না
সবুজে সবুজে ঘেরা।

 

বিজয়ের গান

নকুল শর্ম্মা

প্রাণের দামে বিজয় এলো
বাংলা মায়ের ঘরে,
কান্নার জলে বিজয়ের সুখ
মুক্তা হয়ে ঝরে।

লাল সবুজের বিজয় নিশান
মুক্ত আকাশ জুড়ে,
বিশ্বের বুকে স্বমহিমায়
ঊর্ধ্ব শিরে ওড়ে।

বিজয় গর্বে গর্বিত আজ
রক্তে লেখা গাথায়,
স্বর্ণাক্ষরে হলো লেখা
ইতিহাসের পাতায়।

বিজয় সুখে বাঙালিদের
যায় জুড়িয়ে প্রাণ,
পাড়ায় পাড়ায় গ্রাম শহরে
গায় বিজয়ের গান।

 

বিজয়

সজীব মালাকার

একাত্তরের এমন দিনে
বাংলা ছিল লাল,
রক্তে রাঙা স্বদেশ আমার
খুব ছিল উত্তাল।

দলবাধা সব পাক হায়েনা
তৃষ্ণা মেটায় রক্তে,
হয় শুরু যে পাক প্রতিরোধ
রাত ও দিনের অক্তে।

প্রতিরোধের মুখে পালায়
পাক হায়েনার দল,
অস্ত্র হাতে বীর বাঙালি
বুকে অশেষ বল।

অবশেষে আসলো বিজয়
স্বাধীন হলো দেশ,
স্বাধীন দেশের সব মানুষের
নেই তো হাসির শেষ।

 

বিজয় মানে

শেলীনা আকতার খানম

বিজয় মানে সাহস নিয়ে নিত্য ছুটে চলা
বিজয় মানে সুবাতাসে সুখের আলোকজ্বলা।
বিজয় মানে সদ্য ফোটা হাজার ফুলের হাসি
বিজয় মানে শান বাঁধাঘাট পুকুরে ঢেউ রাশি।

বিজয় মানে পদ্য ছড়ার আবৃত্তি পাঠ সুর
বিজয় মানে কৃষাণী মন খুশিতেই ভরপুর।
বিজয় মানে সবুজ ছায়া বয়েসী বটের ছায়া
বিজয় মানে শিশির সকাল সূর্য হাসির মায়া।

বিজয় মানে বাংলা গানের অমিয় রূপধারা
বিজয় মানে চাওয়া পাওয়ায় খুশি পরম্পরা।
বিজয় মানে খুকীর তুলি রাঙানো আলপনা
বিজয় মানে শব্দ কথার সাজানো মোহনা।

বিজয় মানে মুক্ত বাতাস দীপ্ত চেতন স্বর
বিজয় মানে স্লোগান মুখর আলোর বাতিঘর
বিজয় মানে চিত্ত স্বাধীন, কাটিয়ে ওঠা ভয়
বিজয় মানে শত্রু বিনাশ মাতৃভূমির জয়।

বিজয় মানে জেগে ওঠা সবুজ শ্যামল দেশ
বিজয় মানে স্মৃতি সৌধ আমার বাংলাদেশ।

বিজয় এলো

শামসুন্নাহার সুমনা

বিজয় এলো কিচিরমিচির
পাখির গানে গানে,
বিজয় এলো আঁধার শেষে
সবার প্রাণে প্রাণে।

বিজয় এলো বীর সেনাদের
নয় মাসের সংগ্রামে,
বিজয় এলো বীরঙ্গনার
ইজ্জতেরই দামে।

বিজয় এলো লাখ শহীদের
আত্মত্যাগের দামে।
বিজয় এলো খুশি নিয়ে
শহর থেকে গ্রামে।