বিজয় দিবসে গণফোরাম চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

সুপ্রভাত ডেস্ক »

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গণফোরাম চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় র‌্যালির মাধ্যমে নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সকাল ৯ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল ১০ টায় নগরের দোস্ত বিল্ডিং-এ সংগঠনের কাযালয়ে গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আলহাজ মুজিবুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি প্রবীণ শিক্ষক রতন ব্যানাজ্জী।

মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো.আলাউদ্দীন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন আবু জাফর পাটোয়ারী, খোরশেদ আলম, সোহেল আহমেদ, অনন্ত শর্মা, মো.আইয়ুব খান, সংকর মাষ্টার, আবদুল গনি সওদাগর, মো.হুমায়ুন কবির, মো.সফিক, নুরুল আফছার, মো.শহিদুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।