বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত ডেস্ক »

নগরের পাহাড়তলী থানার বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহমান ও খালাসপ্রাপ্ত আসামির নাম মো.নাছির উদ্দিন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে পাহাড়তলী থানার বিজয় কুমার বিশ্বাস হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আব্দুর রহমানকে ৩০২ ধারার মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, ২০১ ধারায় আব্দুর রহমানকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো.নাছির উদ্দিনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আব্দুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, নগরের পাহাড়তলী থানার আলিফ গলিতে ২০২০ সালের ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১৫ অক্টোবর সকাল সাড়ে দশটার যেকোনও সময়ে বিজয় কুমার বিশ্বাসকে প্রতারণাপূর্বক আসামি আব্দুর রহমান অফিসে ডেকে নিয়ে যায়। সেখানে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে বস্তায় ভরে রাখে। এ ঘটনায় বিজয় কুমার বিশ্বাসের ভাই সঞ্জয় কুমার বিশ্বাস বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১০ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দেন পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।