সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের দায়িত্বে থাকা হোবার্ট হ্যারিকেনস রিশাদকে দলে ভেড়ায়। গতকাল রোববার ড্রাফটের চতুর্থ রাউন্ডে রিশাদকে নিয়েছে হোবার্ট। এই দলে হেড অব স্ট্র্যাটিজির দায়িত্বে আছেন পন্টিং। এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। বছরের শেষে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে বিগ ব্যাশ শুরু হওয়ার কথা রয়েছে। শেষ হবে পরের মাসের ২৭ তারিখ। একই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর কথা। সব মিলিয়ে খেলার সুযোগ পান কী না এটাই এখন দেখার। রিশাদ নজর কাড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপে বলে-ব্যাটে দারুণ খেলে। ৭ ম্যাচে এই লেগি নেন ১৪ উইকেট। সব মিলিয়ে ২৪ ম্যাচে নেন ২৯ উইকেট। ব্যাট হাতে করেন ১২৮ রান। খবর রাইজিংবিডি.কম