সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএমএইচ ফ্যামিলির উদ্যোগে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন। সংবর্ধীয় অতিথি হিসেবে থাকবেন বৃহত্তর চট্টগ্রাম লোকনাথ সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তপন চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো চীফ চৌধুরী ফরিদ, প্রধান বক্তা হিসেবে থাকবেন চন্দনাইশ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাবলা তালুকদার সত্যপদ। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক রুমন ভট্টাচার্য ও মহানগর বৈদিক পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের অ্যাডমিন মোহাম্মদ ফয়সালুর রহমান এবং সঞ্চালনা করবেন অ্যাডমিন জীবন মিত্র রাজ ও প্রান্ত বসাক। বিজ্ঞপ্তি
মহানগর

















































