চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বাঙালি জাতির সবগুলো মহৎ ও বড় অর্জনের কা-ারি। আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যদিয়ে আওয়ামী লীগের জন্ম। তাই আওয়ামী লীগ কখনো পরাভব মানেনি; মানবে না। বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্যদিয়ে। তারা প্রাসাদ চক্রান্তের রাজনীতিতে অভ্যস্ত। তাই এরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর কেসিদে রোডের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, দেশ, জাতি ও দলের সংকটকালীন মূহূর্তে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা আওয়ামী লীগ নেতাকর্মীদের আছে। এ ধরনের নেতাকর্মীরা দল ও দেশের সম্পদ। তাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে সংগঠনের ভিত্তিকে মজবুত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি ভার্চুয়াল পার্টি। দলটি মুখে আন্দোলনের কথা বললেও তাদের নেতাকর্মীরা মাঠে নেই। এই দলটির যুগ্ম সম্পাদক গুহাবাসী। তিনি অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়ালি অযৌক্তিক হরতাল, অবরোধ কর্মসূচি দিয়ে অন্ধকারে কেটে পড়েন। অন্ধকারের বাসিন্দারা আন্দোলন দূরে থাক আলোর মুখ দেখারও তাদের ক্ষমতা নাই। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ওপর আস্থাশীল। এই প্রজন্মই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক নতুন চিন্তা চেতনায় প্রাণিত হতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা¡ সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, জালাল উদ্দীন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, উপপ্রচার সম্পাদক শহিদুল আলম, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনছুর, আহমদ ইলিয়াছ, আব্দুল লতিফ টিপু, মো. জাবেদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন। উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমদ, সাহাব উদ্দীন আহমেদ, সিদ্দিক আলম, আনছারুল হক, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন, সলিম উল্লাহ বাচ্চু, হারুনুর রশিদ, হাসান মুরাদ বিপ্লব, আব্দুস সালাম মাসুম, নুরুল আলম মিয়া, পুলক খাস্তগীর, নুর মোস্তফা টিনু, হাজী নুরুল হক, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, শাহীন আক্তার রোজী, লুৎফুন্নেছা দোভাষ, রুমকী সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল আজিম, সাইফুল আলম বাবু, মোজাহেরুল ইসলাম চৌধুরী, শাহেদুল আজম শাকিল, ইউনুছ কোম্পানী, মো. মুসা, আবু তৈয়ব সিদ্দিকী, আবুল হাসেম বাবুল, মিথুন বড়–য়া, ইদ্রিস কাজেমী, মো. মহসিন, রুহুল আমিন তপন, মো. ইব্রাহিম, মো. ইকবাল হাসান, লায়ন আশিষ কুমার ভট্টাচার্য্য, স্বপন কুমার মজুমদার, ফারুক আহমেদ, আবছার উদ্দীন চৌধুরী, আসফাক আহমেদ, ফজলে আজিজ বাবুল, জাহাঙ্গীর আলম, ফয়জুল্লাহ বাহাদুর, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু, এছাড়া ১৪টি ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি