নিজস্ব প্রতিবেদক :
নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি দাম্মা পুকুর পাড় এলাকায় এক বিএনপি নেতার ফ্ল্যাট বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আরজু শাহ মাজারের পাশে জিয়াউর রহমান জিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতার চারতলা ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন আক্তার হোসেন (৪৩), আবুল হোসেন (৬৩), মো. রাজু (২০), নাসরিন আক্তার (২৪), মিম চাকমা (২২) ও মুক্তা (২৮)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, আরজু শাহ মাজারের পাশে জিয়াউর রহমান জিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতার ফ্ল্যাট বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জিয়াউর রহমান ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর শনিবার আদালতে পাঠানো হয়েছে।























































