বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করা হবে

উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

‘১২ অক্টোবর সারাদেশে বিএনপি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তবে এই কর্মসূচি পালনের মধ্যদিয়ে বিএনপি-জামায়াত অতীতের মত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগুন সন্ত্রাস, বোমাবাজি করে মানুষ হত্যার অপরাজনীতি শুরু করে, তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।’

গতকাল বিকেলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সকল দলের গণতান্ত্রিক অধিকার। তবে অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, আন্দোলনের নামে মিছিল মিটিং সমাবেশের নামে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। পশুবাহী গাড়িতে আগুন দিয়ে নিরীহ পশু হত্যা করেছে। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মানুষের ব্যবসা বাণিজ্যের সমূহ ক্ষতি সাধন করেছে। এবারও যদি তারা অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় তাহলে জনগণকে একাত্ম করে, জনগণের সাথে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত। আমরা গায়ে পরে কিছু করতে চাই না। নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তবে জনগণের শান্তি বিনষ্ট হলে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বসে থাকবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেব।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আতাউর রহমান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদসহ উত্তর, দক্ষিণ ও নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি