শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি-জামায়াত আবার অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের এই অরাজকতার বিরুদ্ধে সজাগ এবং এর উপযুক্ত জবাব দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে রাজপথে তাদের মোকাবেলা করতে হবে।
তিনি শুক্রবার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
মতবিনিময়কালে নওফেল আরও বলেন, আগামী ঈদুল ফিতর হবে জাতীয় সংসদ নির্বাচনের পরে। এসময়ে আমরা আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই। সেজন্য আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব উন্নয়নকাজ করেছেন তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা। তিনি বয়স্ক ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন, শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপবৃত্তির টাকা দিচ্ছেন, ক্যান্সার রোগী, কিডনি রোগীদের সাহায্য দিচ্ছেন- এই তথ্যগুলো প্রচার করতে হবে। চট্টগ্রামে ১০ লাখ টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি দিয়ে পণ্য দেওয়া হচ্ছে। এতে পরিবারগুলো সুফল ভোগ করছে।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, মানুষকে বুঝাতে হবে বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে যে কাজগুলো করেছে পরবর্তীতে যদি বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় আসে তাহলে সেই সুবিধাগুলো আর পাওয়া যাবে না।
শিক্ষা উপমন্ত্রী শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর সদরঘাট ক্লাব ৭১ ও ফোর স্টার কমিউনিটি সেন্টারে কোতোয়ালি থানা আওয়ামী লীগ, ৩১ নম্বর আলকরণ, ৩২ নম্বর আন্দরকিল্লা, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের কমিটির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ। কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী। বক্তব্য রাখেন আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরী, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আশফাক আহম্মদ, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য।
রাত সাড়ে ৯টায় নগরীর বাকলিয়ায় আহাদ কনভেনশন হলে বাকলিয়া থানা আওয়ামী লীগ, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া ও বক্সিরহাট ওয়ার্ড ও ওয়ার্ডসমূহের ইউনিট কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইছহাক। পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপপ্রচার সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম ও সদস্য বখতিয়ার উদ্দিন খান। বক্তব্য রাখেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউনুস কোম্পানি, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ১৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ, আকবর আলী আকাশ, ইফতেখার আলম জাহেদ, ফয়েজ উল্লাহ বাহাদুর, কাউন্সিলর নুরুল আলম মিয়া, হাজী নুরুল হক, শাহীন আক্তার রোজী প্রমুখ। বিজ্ঞপ্তি