নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে গতকাল বিএনপি আয়োজিত মহাসমাবেশে সাধারণ মানুষসহ নেতাকর্মীদের ঢল নেমেছিল। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন। দীর্ঘদিন পর নগরীতে বিএনপির বড় সমাবেশ দেখা গেছে।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। একারণে নগরীর বিআরটিসি ও টাইগার পাস মোড় থেকে পলোগ্রাউন্ডমুখী সড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।