নিজস্ব প্রতিবেদক »
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আল্লাহ আমাদের দুটি নেয়ামত দান করেছেন। একজন বঙ্গবন্ধু, অন্যজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশ যতদিন থাকবে, এ দুজন মানুষ ততদিন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। কারণ দেশের জন্য তারা নিজেদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে গেছেন, যাচ্ছেন। অথচ বিএনপি ও একাত্তরের পরাজিত শক্ররা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিন্তু তাদের এ ষড়যন্ত্র কখনো সফল হবে না।’
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন শেষে আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
ঢাকায় বিএনপির আন্দোলন ও চট্টগ্রাম জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। একটা দল লাঠিসোঁটা, রড নিয়ে মাঠে নেমেছে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। অস্ত্র পাচারকারীদের বিরুদ্ধে খেলা হবে। সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়ার্টার, জানুয়ারিতে ফাইনাল খেলা।’
প্রায় ১৫ মিনিটের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের (বিএনপি) পদযাত্রা উন্নয়নের মহাযাত্রায় কর্ণফুলী নদীতে ভেসে যাবে। পরাজিত শক্তি বঙ্গবন্ধুর পরিবারকে ক্ষমতা থেকে হটাতে চাচ্ছে। আর এর নেতৃত্বে আছেন চট্টগ্রামের খসরু, আছেন ফখরুলরা। তাদের এত জ্বালা, টানেল দেখে জ্বালা। ভারতে হয়নি, নেপালে হয়নি, শ্রীলঙ্কায় হয়নি। হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে। কে করেছেন? প্রধানমন্ত্রী। বৃহত্তর চট্টগ্রামের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সরকারকে রাখতে হবে।’
তিনি বলেন, ‘পদ্মা সেতু, পায়রা সেতুসহ একদিনে ১০০টি সেতু উদ্বোধন করেছেন শেখ হাসিনা। আপনারা এ সেতু ব্যবহার করেন। পদ্মা সেতু করার সময় কতই না ষড়যন্ত্র ও হাসাহাসি করেছিলো তারা। এখন তারা এসব সেতু দিয়েই বাড়ি-ঘরে যায়। কিন্তু তাদের লজ্জা হয় না। মাতারবাড়িতে যে বিশাল কর্মযজ্ঞ চলছে সেগুলো তাদের চোখে পড়ে না। তারা আছে শুধু মানুষের জানমালের ক্ষতি সাধনে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এই দেশে করেছে আওয়ামী লীগ সরকার। এই সরকার উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছে, সে ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প কিছু নাই।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, কক্সবাজার পর্যন্ত আমাদের প্রকল্প চলছে। এরমধ্যে একটি হলো রেললাইন প্রকল্প। এই প্রকল্প প্রায় প্রস্তুত। কিছুদিনের মধ্যে প্রকল্পটি উদ্বাধন করবেন প্রধানমন্ত্রী। এই উন্নয়নের ধারা ঠিক রাখতে আওয়ামী লীগের সরকার বারবার দরকার।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আজকের জনসভায় এতো লোক এসেছে, রোদে পুড়ে সবাই দাঁড়িয়ে আছে। এই কষ্ট করছেন আওয়ামী লীগকে ভালোবাসার জন্য। এ সরকার যে উন্নয়ন করেছে, মানুষের অন্য কোনো পছন্দ থাকার কথা নয়। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে সবাইকে উন্নয়নের সঙ্গে থাকতে হবে। দেশের স্বার্থে সবাইকে আওয়ামী লীগকে সমর্থন করতে হবে।’