নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে গতকাল ২৮ নভেম্বর সকালে চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ্ রেইট শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ-চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তারা সরকারের কাছে চাকুরি স্থায়ী করণের জন্য জোর দাবি জানান। বক্তারা বলেন, যুগের পর যুগ বিউবো’র মাধ্যমে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব যোগান দিয়ে যাচ্ছে পিচ্ রেইট শ্রমিকরা। বিউবো আজ ডিজিটালে রূপ নিয়েছে। এই উন্নয়নে আমরাও অংশীদার। তাই সরকারের কাছে পিচ্ রেইট শ্রমিকদের চাকরি স্থায়ী করণের জন্য জোর দাবি জানাচ্ছি।
মনছুর আহমেদ মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় ভট্টাচার্য্যরে সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মো. জহির উদ্দিন বাবর, মো. জহির উদ্দীন, রাসেল বড়–য়া, মো. আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর