বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন তরফদার রুহুল আমিন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

গত শনিবার কাজী সালাউদ্দিন হঠাৎ নির্বাচন না করার ঘোষণা দেওয়ায় পাল্টে যায় বাফুফের ভোটের মাঠের দৃশ্যপট। তারপর থেকেই আলোচনায় চলে আসে সম্ভাব্য সভাপতিদের নাম। সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন, বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান সহ-সভাপতি ইমরুল হাসানের নাম আসতে থাকে। আগামী ২৬ অক্টোবর বাফুফে’র নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সবার আগে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ।

বাফুফের গত নির্বাচনেই তরফদার সভাপতি প্রার্থী হতে চেয়েছিলেন। ভেতরে-ভেতরে জোর প্রচারও চালান। সে সময় নানা চাপের কারণে প্রার্থী হতে পারেননি। রোববার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশের সব জেলা, বিভাগের পক্ষ থেকে বাফুফের সভাপতি পদে তরফদার রুহুল আমিনের নাম ঘোষণা করেন টাঙ্গাইলের বিএনপি নেতা ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন।

‘ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ২০২৪, সভাপতি প্রার্থী ঘোষণা’  এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে তরফদার রুহুল আমিনের পাশে ছিলেন সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, বিভাগীয় নেতা আবদুল্লাহ ফুয়াদ, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক।

দর্শকসারিতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির নেতা ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন, জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক, জাতীয় দলের মামুনুল ইসলামসহ বেশ কয়েকজন ফুটবলার।

তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী। ২০১৫ সালে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে তার ফুটবলাঙ্গনে পথচলা শুরু। ২০১৬-২০২২ পর্যন্ত ফুটবলে অনেক অর্থের বিনিয়োগ করেছেন। বসুন্ধরা কিংসের আগে তিনিই প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন। সেই ক্লাব থেকে অনেকেই এখন জাতীয় দলে খেলছেন।