সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ক্ষমতা নেওয়ার পর ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এনেছে তালেবান। বোর্ড প্রধান করা হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে। দায়িত্ব নিয়ে বড় চ্যালেঞ্জের মুখেই তাকে পড়তে হয়েছে। এখন ক্রিকেট উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহযোগিতার বিকল্প দেখছেন না তিনি। ফাজলি বুধবার বলেছেন, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোয় শিগগরিই সফর করবেন।
বোর্ডের চলমান অস্থিরতা নিয়ে মন্তব্য না করলেও তিনি এএফপিকে বলেছেন শুরুতেই পাকিস্তান সফরে যাবেন ২৫ সেপ্টেম্বর, ‘আমি ২৫ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাবো। এরপর ভারত, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবো।’
মূলত পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিল হওয়ায় সেটি পুনরায় আয়োজনের লক্ষ্যে রমিজ রাজার সঙ্গে বৈঠক করার কথা বলেছেন তিনি, ‘ওদের আমরা আতিথ্য দিতে চাই। যেটা শ্রীলঙ্কায় সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরুতে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও শ্রীলঙ্কায় করোনার প্রকোপে শেষ পর্যন্ত বাতিলই করা হয় এই সিরিজ।
ক্রিকেট উন্নয়নে এখন প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ফাজলি বলেছেন, ‘আফগানিস্তানের ক্রিকেট উন্নয়ন করতে চাই। সে জন্যই প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহযোগিতা প্রয়োজন।’