সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টটি হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু সেই মাঠে কোনো দর্শক প্রবেশ করার কথা ছিল না। তবে হঠাৎ গতকাল (১৮ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয় পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের ভেন্যু করাচি থেকে বদল করে রাওয়ালপিন্ডি করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। মূলত দুটি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, পাকিস্তানের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট হবে, কিন্তু দর্শকরা সেটা দেখতে পাবে না, বিষয়টি ভাবিয়েছে পিসিবি’র কর্মকর্তাদের। তারা চাচ্ছে দর্শকরা যাতে এই টেস্টটি দেখার সুযোগ বঞ্চিত না হয়। খবর রাইজিংবিডি.কম’র