নিজস্ব প্রতিবেদক :
করোনা সংক্রমণের আশংকায় চট্টগ্রামে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এ অধ্যয়নরত আফগানিস্তানের ১১০ জন শিক্ষার্থী বাংলাদেশ ছেড়ে গেছেন। শনিবার সকাল সাড়ে আটটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেছেন।
আফগানিস্তানের দূতাবাসের সরাসরি তদারকির মাধ্যমে এসব শিক্ষার্থীর ফিরে যাওয়া কর্যক্রম সম্পন্ন হয়েছে।
বিমানবন্দরে আফগান দূতাবাসের সহকারী ওয়াইস রেজা বলেন, ‘আমরা আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। এ অবস্থায় আমাদের ছাত্রছাত্রীদের বিপদগ্রস্ত করতে পারি না। তাই এমন উদ্যোগ নিয়েছে আফগান সরকার।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর কর্তব্যরত কান্ট্রি কোর্ডিনেটর ও প্রধান সমন্বয়ক জুমানা আবুওয়লা বলেন, আমরা নিরুপায় হয়ে আমাদের প্রিয় ছাত্রীদেরকে পড়াশোনার মাঝখানেই বিরতি দিয়ে বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের ভয়ে সকল প্রকার ঝুঁকি এড়াতে তাদের স্ব স্ব দেশে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও তাদের ফিরিয়ে আনবো, তবে এখন আমরা তাদের অবশিষ্ট কিছু পাঠ্যক্রম বা পাঠদান অনলাইনে পরিচালনা করবো ক্যাম্পাস থেকে। আশা করছি এই মহামারি সহসা উত্তরণ হবে ।
Uncategorized