বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসছে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এক বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করে পিসিবি। এর আগে বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে খেলতে গিয়েছিল ২০২০ সালে। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশের সাফল্য একমাত্র একটি ড্র। ২০১৫ সালে খুলনায় ওই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ অধিনায়ক শান্ত বলনে, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।’
এদিকে সূচি নির্ধারণ করায় পিসিবি ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’ খবর রাইজিংবিডি.কম’র