সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
দ্বিতীয় দফায় টাইগারদের কোচ হয়ে আবারো বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় ফিরেই কাজে নেমে যান এই লঙ্কান কোচ। বুধবার প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে জানান, বাংলাদেশের ক্রিকেট সব সময়ই তার হৃদয়ে আছে।
২০১৭ সালে টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার ছয় বছর পর আবার ফিরেছেন ৫৪ বছর বয়সী এই কোচ। এবার দায়িত্ব নিয়ে হাথুরুসিংহে জানালেন, ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করেই দায়িত্ব নিয়েছেন তিনি। খবর ডেইলি বাংলাদেশ’র।
হাথুরু বলেন, চলে যাওয়ার পর থেকেই এ দেশের ক্রিকেটকে অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল। বাংলাদেশের ক্রিকেট সব সময়ই আমার হৃদয়ে আছে। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। ফিরে আসার তাড়না সবসময়ই ছিল।
তবে এত দ্রুতই যে আবার টাইগারদের দায়িত্ব পাবেন সেটি ভাবেননি তিনিও। হাথুরুসিংহে জানান, বাংলাদেশে ফিরে আসার এটাই সঠিক সময়।
লঙ্কান এই কোচ বলেন, ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসবো। টি-২০ বিশ্বকাপের সময় বিসিবি সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে সামনে বিশ্বকাপ আছে, এটাই সঠিক সময় ফিরে আসার।