সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বাংলাদেশ একসময় ছিল স্পিনে নির্ভর দল। অন্যদিকে পাকিস্তান বরাবরই প্রতিভাবান পেস বোলারদের আঁতুড়ঘর। তবে বাংলাদেশি পেসাররা এখন এত ভালো করছেন যে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলকে টেস্ট হারাচ্ছেন বলে-কয়ে। বাংলাদেশি পেসারদের এই উত্থানে মুগ্ধ পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। শাহীনকে শুধু পাকিস্তানের নয়, গোটা ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা বোলার। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির ফাঁকে সময় বের করে এবার এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে। প্রথমবার বিপিএল খেলতে যাওয়া এই পেসার গায়ে জড়াবেন ফরচুন বরিশালের জার্সি। তার আগেই ২৪ বছর বয়সী ক্রিকেটার টের পাচ্ছেন বাংলাদেশে তার খ্যাতি কতখানি। অনুশীলনে সব ক্যামেরার দৃষ্টি যেন শাহীনের দিকে। সংবাদ সম্মেলনে আসার পথে দেখলেন রীতিমত ভিড় জমিয়ে আছেন সাংবাদিকরা। সেই সংবাদ সম্মেলনেই শাহীন প্রশংসায় ভাসালেন বাংলাদেশের বোলারদের, বিশেষ করে পেসারদের। তাসকিন আহমেদকে লিডিং বোলার আখ্যা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক প্রশংসা করেছেন তরুণ পেসার নাহিদ রানারও।
‘বাংলাদেশ এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও অনেক। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, যারা লাল বলের ক্রিকেটও খেলবে। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’