বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করবে চীনা এয়ারলাইন্স

সুপ্রভাত ডেস্ক »

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম-কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরও বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে। তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে। তবে, চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমবে এবং এতে আরও বেশি বাংলাদেশি চীনে স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারবে বলেও জানা গেছে।

চিকিৎসার খরচ সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়েই থাকবেন একজন বাংলাদেশি রোগী।

কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমানভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্মুক্ত করবে।

জানা গেছে, এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য। গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন।