সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী ক্রিকেট দল। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে দুই দল। তাই শক্তিশালী দল নিয়েই হারমানপ্রীত কৌররা বাংলাদেশে এসেছেন। আজ রোববার থেকে শুরু হচ্ছে দুই দলের মহারণ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচ শুরু হবে ২টায়। তিন টি-টোয়েন্টির পর তিন ওয়ানডে খেলবে প্রতিবেশী দুই দেশ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলায়। গতকাল দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন। এরপর আলাদা আলাদা হয়ে দু’জন গণমাধ্যমে কথা বলেছেন। শক্তি, সামর্থ্য, অভিজ্ঞা ও নামে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে হোম কন্ডিশনে বাংলাদেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে তা ভালোভাবেই জানা অতিথিদের। তাইতো স্বাগতিকদের নিয়ে বাড়তি সতর্ক তারা। অধিনায়ক হারমানপ্রীতের কথায় পাওয়া গেল সতর্কবার্তা, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালোমানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা দুই-তিনদিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। আশা করছি পুরো দল একসঙ্গে খেলতে পারবো এবং নিজেদের সেরাটা দিতে পারবো।’
বাংলাদেশের খেলা আগের থেকে উন্নতি হয়েছে বলে মনে করছেন ভারতের অধিনায়ক। দিনকে দিন আরো উন্নতি হবে, আরো নতুন খেলোয়াড় আসবে বলেও বিশ্বাস তার। সাফল্যের জন্য অপেক্ষা না করে প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিলেন ভারতের হয়ে ১২৪ ওয়ানডে ও ১৫১ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।
‘দেখুন আমরা আজকের অবস্থানে এসে সব সময়ই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিটি দলই আসলে দিনকে দিন উন্নতি করার চেষ্টা করে। তারাও তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করে। আমাদের থেকে যা প্রত্যাশা করা হচ্ছিল তা আমরা করেছি। ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলেছি। বাংলাদেশও বেশ ভালো দল। তারা যখন ভালো ক্রিকেট খেলে তারাও প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা আমাদের প্রক্রিয়ায় থাকতে চাই যেগুলো আমাদের সাফল্য পেতে ভূমিকা রাখে। নিজেদের দিকে মনোযোগ রাখতে চাই, এটা ভাবতে চাই না যে কে ভালো, কে খারাপ। আমরা ভালো খেলার দিকে মনোযোগ রাখতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’
বাংলাদেশের মেয়েদের মতো ভারতের মেয়েরাও প্রথমবার মিরপুর শের-ই-বাংলায় খেলতে যাচ্ছে। উইকেট নিয়ে নিজের প্রত্যাশার কথা শুনিয়েছেন হারমানপ্রীত,‘দেখুন এশিয়ান কন্ডিশনে আমরা প্রায়ই টার্নিং উইকেট পেয়ে থাকি। কিন্তু এখানে যতটুকু শুনেছি খুব ভালোমানের উইকেট পাবো। এটাই আমরা প্রত্যাশা করছি। টি- টোয়েন্টি ক্রিকেটে আপনি সব সময়ই একটা ভালো ব্যাটিং উইকেট চাইবেন এবং আশা করছি আগামীকাল উইকেট ভালো ব্যবহার করবে তাতে আমরা বড় সংগ্রহ পাবো। যেটা আমরা পরিকল্পনা করছি সেটা বাস্তবায়ন করতে পারব।’