সুপ্রভাত বিনোদন ডেস্ক »
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা অপু বিশ্বাস। নায়ক শাকিব খানকে বিয়ে এবং তাকে ঘিরেই নায়িকা শবনম বুবলীকে কেন্দ্র করে বহু জল ঘোলা হয়েছে। প্রায়ই বুবলী ও শাকিব খান প্রসঙ্গে কথা বলে আলোচনায় আসেন অপু। সম্প্রতি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবারো সম্পর্ক নিয়ে কথা বলেন অভিনেত্রী।
অপু বিশ্বাস নাম উল্লেখ না করে বলেছেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’
মনে করা হচ্ছে, তাদের বলতে ঢাকাই সিনেমার আরেক নায়িকা বুবলীসহ কয়েকজনকে ইঙ্গিত করেছেন এই নায়িকা।
২০১৭ সালে হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সবাইকে চমকে দিয়ে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন অপু। অভিনেত্রী তখন জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।
এ প্রসঙ্গে অপু ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন, এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। তবে আমি কিন্তু বিষয়টিকে পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করেছি। সেটি হয়নি। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল, কেউ পেছন থেকে টেনে ধরছে। যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে।’
বিচ্ছেদের পরও অপুকে বর্তমানে শাকিব খানের গুণগানই গাইতে দেখা যায়। অনেকে ভাবতে ভালোবোসেন, আবারো হয়তো এক হয়ে যাবেন শাকিব-অপু। এজন্য অপু আর কোন সম্পর্ক জড়াননি। এমনকি তার কথায় আকার ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করেন, শাকিবের সঙ্গে এখন তার দারুণ সম্পর্ক। কিন্তু তার মুখে ‘বাঁধনটা ছিঁড়ে গেছে’ উক্তিতে পরিষ্কার হয় যে তাদের আর এক হওয়ার সম্ভাবনা আপাতত নেই।
এর পরের ঘটনার জল বহুদূর গড়িয়েছে। শাকিবের জীবনে নতুন করে আসেন বুবলী। একই ঘটনার পুনরাবৃত্তিও হয়েছিল। বুবলীও এক সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন। পরে সন্তান বীর ও জয়কে মেনে নিলেও দুই নায়িকার সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে শাকিবের। এমনকি শাকিবকে নিয়ে বহুবার বিবাদেও জড়িয়েছেন দুই অভিনেত্রী। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। এরপর বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের।