বর্ষবরণ উৎসবে মুখর চট্টগ্রাম নগর

নববর্ষের আয়োজনে চারুকলা ইনস্টিটিটিউটের বৈশাখী শোভাযাত্রা

সুপ্রভাত ডেস্ক »

বাংলা নববর্ষের উৎসবে মেতেছে বন্দর নগর চট্টগ্রাম। ভোর থেকেই নববর্ষের অনুষ্ঠানমালার সূচনা হয় নগরের সিআরবি শিরীষতলায়। অনুষ্ঠান চলছে দামপাড়া শিল্পকলা একাডেমিতে। এখান থেকে সোমবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এটি নগরের ওয়াসা মোড় প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিতে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সঙ্গীতানুষ্ঠান

এছাড়া নগরের চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন এলাকায় বর্ষবরণের নানা আয়োজন রাখা হয়েছে। তবে ডিসি হিলে কোনো আয়োজন থাকছে না। সব প্রস্তুতি সম্পন্ন হলেও গতকাল রোববার (১৩এপ্রিল) সন্ধ্যায় ডিসি হিল অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠান বাতিল ঘোষণা করে।

নগরের সিআরবি শিরীষতলায় নববর্ষের অনুষ্ঠানমালা

নববর্ষের আয়োজনে রয়েছে নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে বৈশাখী শোভাযাত্রা। এ শোভাযাত্রার বর্ণিল প্রতিকৃতি গড়ে তোলা হয়েছে নগরের বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে।
জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।