মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকারের সময়ে শ্রমিকরাই বেশি নির্যাতিত। নি¤œ আয়ের শ্রমজীবী মানুষজন নিদারুণ কষ্টের মধ্যে আছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষরাই বেশি ভুগছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে শ্রমিকদের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং মৌলিক অধিকার রক্ষা করতে জাতীয়তাবাদী মোটর চালক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মোটর চালক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্েয চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমাতে নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে সরকার। শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উম্মোচন হয়েছে। বিদ্যুতের দাবি ও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশ হয়েছে। এটা সরকার পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না।
চট্টগ্রাম মহানগর মোটর চালক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবু।
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় মোটর চালক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এলাহি প্রিন্স, উত্তর জেলা মোটর চালক দলের সভাপতি মো. ইসমাইল, দক্ষিণ জেলা মোটর চালক দলের সভাপতি মো. আবদুর রহিম, মহানগর মোটর চালক দলের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান, দক্ষিন জেলা মোটর চালক দলের সাধারন সম্পাদক মো. হারুন, সিএনজি চালক দলের সভাপতি মো. নূর উদ্দিন মধু, সাধারণ সম্পাদক মো. শিপন, সি. সহ সভাপতি মো. নাছির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি