বন্যার্তদের কাছে এক ট্রাক ‘উপহার’ নিয়ে হাজির নির্মাতারা

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

ব্যক্তি বা ব্যানার নয়, একেবারে নিজ উদ্যোগে সমমনা কয়েকজন নির্মাতা জোটবেঁধে ট্রাকভর্তি ত্রাণ নিয়ে হাজির হলেন বন্যার্তদের কাছে। তারা জানান, ফেনী, নোয়াখালী ও মিরসরাই এলাকায় প্রায় ১০ হাজার বন্যার্তদের মাঝে এর মধ্যে শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, আলু, তেল, চাল, ডাল, চিড়া, মুড়ি বিতরণ করেছেন।

নির্মাতাদের এই দলে রয়েছেন সকাল আহমেদ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ইমেল হক, তুহিন হোসেন, সাজিন আহমেদ বাবু, সেতু আরিফ, রাফাত মজুমদার রিংকু, রাসেল আহমেদ, বিকাশ সাহা ও মোহন খান।

নির্মাতারা জানান, শুধু খাবার নয়, বন্যাকালীন নিত্যপ্রয়োজনীয় যা যা প্রয়োজন তারা সরবরাহের চেষ্টা করে যাচ্ছেন। নির্মাতা ইমেল হক বলেন, ‘আমরা কিন্তু ব্যানার ধরে ত্রাণ দিচ্ছি না। সবই উপহার। আমার ভাই-বোন-স্বজনের কাছে উপহার নিয়ে এসেছি। সাধ্যে যতটুকু সম্ভব সবটা করবো।’

এদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু আমরাই নই, যেভাবে পুরো দেশের মানুষ এক হয়েছেন, আশা রাখছি দুর্যোগ মোকাবিলা করতে পারবো। শুধু বন্যা নয়, যে কোনও প্রয়োজনে আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভাই-বোনদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

দলের অন্য জ্যেষ্ঠ সদস্য সকাল আহমেদ রবিবার (২৫ আগস্ট) দুর্গত এলাকা প্রসঙ্গে বলেন, ‘এখানে না এলে মানুষের কষ্ট আসলে পুরোপুরি অনুভব করতে পারতাম না। অনেক মায়া লাগছে এই মানুষ ও বোবা প্রাণীগুলোর জন্য। এটাও এখানে এসে বুঝলাম, মানুষের পাশে মানুষ ঠিকই দাঁড়ায়। বিপদ মোকাবিলায় আমরা যে সবাই সবার পাশে থাকি, এটাই সম্ভবত বাংলাদেশ।’