বর্তমান সময়ে করোনা জীবাণু সংকটকালে শিশু-কিশোরদের বন্দি জীবনে মুক্তির স্বাদ দিতে সম্প্রতি ফুলকির আয়োজনে ৬-১৫ বছরের শিশু কিশোরদের জন্য অনলাইনে শুরু হলো জীবনশৈলী ও সাংস্কৃতিক পাঠের আয়োজন। যেখানে থাকছে মনীষীদের পরিচয়, সভ্যতার কথা, বিজ্ঞানের টুকরো খবর, গান শেখা ও শোনা, ছবি আঁকা ও কারুকলা, আবৃত্তি ও সাহিত্য পাঠ, শরীরচর্চা ও অন্তরঙ্গন খেলা এবং অবশ্যই জীবনবোধ। এই গভীর অসুখ থেকে পরবর্তীতে পৃথিবীকে সুস্থ রাখতে হয়তো এই শিশুকিশোররাই চেষ্টা করবে পৃথিবীর সকল সৃষ্টিকে তার যথাযথ অধিকারটুকু বুঝিয়ে দিয়ে সহবস্থান করতে।
বয়স ভিত্তিতে জয়ধ্বনি, জয়মাল্য, জয়জয়ন্তী এই তিন দলে ভাগ হয়ে প্রায় ৮০ জন শিশু-কিশোর অনলাইনে যুক্ত হয়েছে। শুধু ফুলকির শিক্ষার্থী নয় এটি ৬-১৫ বছরের সকল শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে উন্মুক্ত একটি আয়োজন। প্রথম দিন কবিগুরুর ১৫৯ তম জন্মদিন উপলক্ষে ছিল তারই কণ্ঠে গান ও আবৃত্তি শোনা, রবীন্দ্রনাথ এর নিজের ও তার আঁকা দুর্লভ ছবি দেখা, তার সম্পর্কে অজানা ও মজার তথ্য জানা, তাকে নিয়ে শিক্ষকদের সাথে ভাবনা, আঁকা, নানা কিছু সেইসাথে ৮ বছরের শিশুরা জেনেছে নানা দেশের নববর্ষ সম্পর্কে। ক্লাসে যোগদান করতে শিক্ষার্থীর নাম, বয়স, একটি হোয়াটসঅ্যাপস নম্বর লিখে পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। বিজ্ঞপ্তি
মহানগর