গোসাইলডাঙ্গা নিমতলা ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরী
চট্টগ্রামকে বিশ্বমানের আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত চসিক নির্বাচনে মেয়র প্রার্থী নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
গতকাল সন্ধ্যায় ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা নিমতলা ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম এ কথাগুলো বলেন। তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স না বাড়িয়েও কিভাবে উন্নয়ন করা যায় আমাদের প্রিয় নেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী শিখিয়ে গেছেন। আমিও তার শেখানো পথ ধরে হাঁটবো।
যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বন্দরনগরীকে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করার ব্যাপারে যথাযত পরিকল্পনা ও আন্তরিকতা ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগ নেতা বাবুল নন্দীর সভাপতিত্বে ও নগর ছাত্রলীগ নেতা অমিত পালিত অংকুরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা নিমতলা ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্স পরিচালনা পরিষদের সভাপতি নিধু পালিত। প্রধান বক্তা ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, বিশেষ বক্তা ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়–য়া রাহুল। আরও বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর শাখার সহ-সভাপতি ডা. এস কে দেব সজল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জিন্নাত আরা লিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, গোসাইলডাঙ্গা লোকনাথ ধামের সভাপতি প্রদীপ চৌধুরী, ছাত্রলীগ নেতা অভিজিৎ দেব, সত্যজিৎ দাশ রাসেল, সত্যজিৎ ঘোষ মিঠু, প্রিতম পার্থ, অভি নাগ, গোসাইলডাঙ্গা তরুণ সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রঞ্জন খেলু, ইসলামীয়া কলেজ ছাত্রলীগ নেতা আল-আমিন হোসাইন, যুবলীগ নেতা রেজাউল করিম বাবলু, নাজমুল হাসান, আবুল কালাম আজাদ, মীর মো. ইমতিয়াজ, নোভেল হক, এস কে আরমান, স্বপন ঘোষ, লোকনাথ ধামের রঞ্জিত মল্লিক ও অরুণ কান্তি চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দের নিয়ে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। বিজ্ঞপ্তি