নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
নারী এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলংকার ডাম্বুলায় ‘খ’ গ্রুপের খেলায় তারা ১১৪ রানের বিশাল ব্যবধানে মালয়েশিয়ার বিরুদ্ধে জিতে এ যোগ্যতা অর্জন করে। ২৬ জুলাই ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের সাথে খেলবে। একই দিন অপর সেমিফাইনালে স্বাগতিক শ্রীলংকা প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে পাকিস্তানের সাথে।
সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই- এমন সমীকরণে মালয়েশিয়ার সাথে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মুরশিদার ৮০ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি’র ৬২ রানের উপর ভর করে বাংলাদেশ ২০ ওভারে ২ উইকেটে সংগ্রহ করে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর। এ কঠিন স্কোরকে তাড়া করতে গিয়ে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানে থামে। তাদের হয়ে মাহিরাহ (১৫), হান্টার (২০) ও জুলিয়া (১১) ছাড়া বাকিরা কেউ দুই অংকের কোটা স্পর্শ করতে পারেনি। বাংলাদেশের নাহিদা ১৩ রানে নেন ২ উইকেট। এছাড়া স্বর্ণা, রিতু মনি ও জাহানারা ১টি করে উইকেট শিকার করেন। এদিকে মুরশিদা আগের ম্যাচে থাইল্যাল্ডের বিরুদ্ধে অর্ধশত রান করার পর গতকালও ছিলেন সরব। এ ওপেনার দুর্দান্ত ব্যাট চালিয়ে ৫৯ বলে ৮০ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন। অধিনায়ক জ্যোতিও ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। অপর ওপেনার দিলানা খাতুন ২০ বলে যোগ করেন ৩৩ রান। মুরশিদা ৪৫ ও জ্যোতি ৩৪ বলে অর্ধশত রান পূর্ণ করেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বুধবার জ্যোতি-মুরশিদারা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড করেছেন। এর আগে ২০১৯ সালে মালদ্বীপের বিরুদ্ধে ২ উইকেটে ২৫৫ রান নিয়ে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে ছিল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/২ (দিলারা ৩৩, মুর্শিদা ৮০, নিগার ৬২*, রুমানা ৬*; হান্টার ১/২৭, মাহিরাহ ১/৩৫)।
মালয়েশিয়া: ২০ ওভারে ৭৭/৮ (হান্টার ২০, মাহিরাহ ১৫; নাহিদা ২/১৩, রিতু ১/২, স্বর্ণা ১/৭, রাবেয়া ১/১০, সাবিকুন ১/১৭, জাহানারা ১/২০)।
ফল: বাংলাদেশ ১১৪ রানে জয়ী।
ম্যাচসেরা: মুর্শিদা খাতুন।