সুপ্রভাত ডেস্ক :
জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত কলকাতার ‘রবিবার’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম সিনেম্যাটিক অ্যাপ-এ।
বছর শেষদিন ৩১ ডিসেম্বর থেকে এটি দেখা যাবে বলে জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল। সিনেম্যাটিক তাদের সহ-প্রতিষ্ঠান। খবর বাংলাট্রিবিউনের।
ছবিটি এর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় ও সাফটা চুক্তির আওতায় ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।
তামজিদ অতুল বলেন, ‘রবিবার’ বেশ প্রশংসিত একটি ছবি। স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতে নেন জয়া আহসান। তাই ছবিটির প্রতি আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। এবার সেটি বাস্তবায়ন হচ্ছে। বছরের একেবারে শেষের দিন এটি মুক্তি দেওয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি, তারা এবার সেটি দেখার সুযোগ পাবেন।’
২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ছবিটির কাজ শুরু হয়েছিল। তিন মাসের মধ্যে এটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যায়। পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন জয়া ও প্রসেনজিৎ। এর আগে জয়া একই পরিচালকের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজ করেছিলেন। এটিও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।
বিনোদন