বঙ্গমাতায় খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়া
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের ফাইনালের টিকেট পেয়েছে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার ছেলেরা। তবে উভয় বিভাগের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার মেয়েরা। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল নিশ্চিত করেছে খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা। আগামীকাল দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল সকালে সেমিফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে চট্টগ্রাম টাইব্রেকারে ৯-৮ গোলে কক্সবাজার জেলাকে ও বঙ্গমাতা গোল্ডকাপে ব্রাহ্মণবাড়িয়া পুজা দাশ ও আরিফার হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলে চট্টগ্রাম জেলার বিরুদ্ধে জয়লাভ করে। একই দিন বিকেলে অপর সেমিফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে মহানগর একাদশের ছেলেরা শক্তিশালী রাঙামাটিকে ১-০ গোলে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ছোটনের দুর্দান্ত শট প্রতিপক্ষ একজন ডিফেন্ডারের মাথায় লেগে জালের ঠিকানা খুঁজে পায়। এরপর প্রানপন চেষ্টা করেও গোলের দেখা পায়নি পার্বত্য জেলার ছেলেরা। দুপুরে খাগড়াছড়ির মেয়েরা প্রাধান্য বিস্তার করে ৫-০ গোলে চট্টগ্রাম মহানগর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের কিচিং মারমা, মাইমা চিং, সেনারি, ক্রানুচিং ও জুলিয়া গোল করেন। তবে খেলা শেষে তাদের দুই জনের তথ্য গোপন করে খেলেছে- এ অভিযোগ করে টুর্নামেন্ট কমিটির কাছে চিঠি দিয়েছে মহানগর একাদশের ম্যানেজার হারুনুর রশিদ।
এদিকে সকালে দুই শক্ত প্রতিপক্ষের খেলায় ১০ মিনিটে নয়নের গোলে চট্টগ্রাম জেলা এগিয়ে যায়। এরপর গুছিয়ে আক্রমণে থেকে কক্সবাজার জেলা গোলের সুযোগ করলেও বাধা হয়ে দাঁড়ান চট্টগ্রামের কিপার সুমন জলদাশ। তিনি একাধিক নিশ্চিত গোল প্রতিহত করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারেও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এতেও সুমন ১টি শট প্রতিহত করার পর ১১তম শটে গোল করে চট্টগ্রামকে পোঁছে দেন স্বপ্নের ফাইনালে। অল চিটাগাং ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম মহানগর।