বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে: মোস্তফা সরয়ার ফারুকী

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

বইমেলা আগে যেখানে হতো অর্থাৎ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টাবলেন, “আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি। এবং বইমেলা আশা করা যায়- যেখানে হতো, সেখানেই হবে। এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না।”

এ নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী জানান, এ নিয়ে তিনটি মন্ত্রণালয় কাজ করছে।

“এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে,” বলেন মি. ফারুকী।

প্রসঙ্গত, গত ছয়ই নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে কেবল বাংলা একাডেমি প্রাঙ্গণে আসন্ন অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজনের কথা জানানো হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে না- এ সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।