নিজস্ব প্রতিনিধি, পটিয়া ;
ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ায় পটিয়ায় স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শাহীনা আকতার (২৮)। তিনি ছনহরা এলাকার কামাল উদ্দিনের স্ত্রী। শনিবার সন্ধ্যায় উপজেলা ছনহরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলমদার পাড়ার ছালেহ আহমদ তালুকদারের বাড়িতে এই ঘটনা।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ার কারণে স্বামী কামাল উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রী শাহীনা আকতারের মাথায় ইট দিয়ে আঘাত করে। এসময় শাহীনা মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, ফ্রিজের পানি না দেওয়ায় স্ত্রীকে ইট দিয়ে জখম করে হত্যার করার বিষয়ে শুনেছেন। প্রকৃত ঘটনা কি তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
				

















































